আধুনিকতায় অর্ধনগ্ন!
বিলাসিতায় বদগুন,
সুশীলসমাজের ইন্দ্রিয় পতন
অতীন্দ্রিয়তায় জ্বলে আগুন।


প্রফুল্ল হয় উলঙ্গ প্রেমে!
দারুন দর্শনে দ্বারস্থ ওলি,
প্রকাশ্যে প্রেমের ঘনিষ্ঠতাকে
সভ্য সমাজের সভ্যতা বলি!


খাটো পোশাকে খোলা মাঠে
নয় কি ষাঁড়ের জন্য স্বাতন্ত্রতা?
সাহস জোগায় সমাজপতি
এটাই সুস্থ্য সমাজের আধুনিকতা!


আঁতে নেই আঁত মাটি
আতপ চালের অভাবে!
নাগরা কিনতে ঋণ করে টাকা
ব্যস্ত থাকে বসন বৈভবে।


শাক ভাজা খেয়ে শাল কিনে
গ্রীষ্মের প্রখর গরমে,
ভুখা পরাণ ভূত হয় ভূ-তে
পেটকে রেখে বিরামে।
                  -------- রঞ্জন গিরি।