আগামী?লোভে লেংড়া হবে
প্রভাত শুরু হবে প্রবঞ্চনায়,
ইতস্ততঃ হবে ইতির ইতরামি
সত্য মরবে সমালোচনায়।


সোমরসের সাম্রাজ্য হবে
মাতাল হবে সমাজের মধ্যমনি,
বেঈমান হবে বিশ্ব বরেণ্য
জৌলুস হারাবে জগৎ জ্ঞানী।


ধর্মান্ধতায় হবে ধুন্ধুমার কান্ড
স্বার্থন্বেষী হবে সবুজের সাথী,
হিংসায় হিম্মত দেখিয়ে
বিবেক হারাবে মানব বীথি।


বিশ্বাস মরবে বিশিষ্টের হাতে
বন্ধু বিলাবে বন্ধুত্বের বদনাম,
আঁত কাটবে নিজ আত্মীয় জন
অসাড় হবে সৎ আত্মকাম।


লালসায় লজ্জা হারাবে
উদ্দীপনায় হবে উলঙ্গ,
দর্শকও তখন ধর্ষক হবে
প্রতিবাদের ভাষা হবে বিকলাঙ্গ।


অর্থের ওজনে অন্যায়ের বিচার
ন্যায়ের হবে নীরব ফাঁসি,
দুষ্টের দৌরাত্বে দখিন হাওয়ায়
আগামী হবে অমাবস্যার দাসী।


                  ----------রঞ্জন গিরি।