দম দিলে যেমন ঘড়ি চলে,
আলসে চলেও দমের ফলে।
দিনের কাজ লাগে সারামাস,
তাতেও ফেলে সে দীর্ঘ্য শ্বাস।
সকল কর্মে কুঁড়ের অতি কষ্ট,
তাতে হয় নাকি তাঁর শক্তি নষ্ট।
কর্মের কথায় তাঁর ওষ্ঠ ফোলে,
পলে পলে শুধু সে হাই তোলে।
খাওয়াটা নাকি তাঁর কষ্ট ভীষণ,
সে না চিবিয়ে খায় হাঁসের মতন।
জলে নাকি তাঁর অরুচি ধরে,
কলতলা যে হয় অনেক দূরে।
পায়খানার পর সে জল না ছুঁয়ে,
শৌচ করে তাঁর নিজ মূত্র দিয়ে।
জীবন নাকি হয় তাঁর আনন্দময়,
যদি শুয়ে থাকে সদা সে সবসময়।
বিছানা করতে ভুগে হাত ব্যথায় ,
তাই শুয়ে থাকে সে বিনা কাঁথায়।
বিষয় আশয় নাকি হয় বোঝা তাঁর,
বিক্রয় করে হয় সেতো গঙ্গা পার।
                  -------- রঞ্জন গিরি।