ওহে!দলমা দাঁতাল দৌলতবাবু
বিপ্লব বিদ্বেষী হও কেন তুমি,
আমাদের রক্তে তোমাদের ইমারত
আসমান ছুঁয়ে হয়েছে উর্ধগামী।


ধন কুবের তোমরা ধরিত্রীর বুকে
কেরামতির কারবারি মোদের হাত,
আমাদের হিম্মতের হাত হিঁচড়ে পিষে
আমাদেরকেই দিয়ে তা কর কেন বরবাদ।


ইমারতের অন্দরে এসিতে অনেক সুখ
আমাদের আদ্রতার ঘামে তৈরি সেটা,
তবুও চাইনি তোমাদের সুখ ছিনিয়ে নিতে
কেন দিতে পারছনা আমাদের প্রাপ্য কটা?


আমাদের শ্রমে তোমাদের বৈভবের গর্ব
পারিশ্রমিক শুধুই নিন্দা অপবাদ,
পারোনা কি তোমরা প্রেম সুধা বিনিময়ে
হৃদ্যতার সাথে জানাতে শ্রমিকে সাধুবাদ?
                       --------- রঞ্জন গিরি।