আমি কালো বলে কালি দিলি নাম
খুশি আমি সখা তাতে,
আমায় পূজো দিয়ে আমোদ করিস
মা মা বলে লুটিস ভূ-তে।
আমি কালো বলে......................
শত্রু সংহারিণী আমিতো সখা
অবতীর্ণ হই যুগে যুগে,
বর্ননায় আমি বর্ণ নিকৃষ্ট হয়েও
বর্ণ শ্রেষ্ঠ ঘুমায় আমি শুধু জেগে।
ঘৃণিত আমি ঘুণধরা সমাজে
শুধু প্রলেপেই হই তুঁতে।
আমি কালো বলে....................
জগৎ জোৎসনায় প্রেম বড়ো ভারি
এই কালোর কোলে থেকে,
তবু কালোর কলেবরে অবজ্ঞা করিস
জোছনার যৌবন দেখে।
আঁধার হারালে জৌলুসহীন যৌবন
না চাহিবে কেহ ছুঁতে।
আমি কালো বলে......................
                      ------------ রঞ্জন গিরি।