হাকিম মশাই হুঁকো টানে
হাল্কা ফল্কা মেজাজ নিয়ে,
হাঘরির হুঁকো কেন টানতে মানা
হুলিয়ায় হাকিম হুকুম দিয়ে?


আবাল ছাবাল আমুদে বাবাল
আবগারির আনন্দে মজে,
অন্ডকোষের আলমারির লাগি
আইনটার আগুন লাগায় কাজে।


গতর খাটো গোবর গনেশ
গায়ে পড়ে গা গোবরে ঘেঁষে,
গোসাঁ নেই তাঁর গোসাঁইর উপর
গোধূলির গগন সে ভালবাসে।


কুঁড়া দানে করে কেশরের গর্ব
কানে কানে সেতো ভুবন ঘুরে,
কাত্যায়নির কতিলার শরবত
কাত হয়ে কাতরায় নিন্দার ঝড়ে।


ঘুঙুর পায়ে ঘাঘরি পরে দ্বাপরে
ঘনশ্যাম যদি নাচতে পারে,
ঘোষ বাড়ির ঘি-এর ছেলে আজ
ঘনঘন কেন পুলিশের গাড়ি চড়ে?
                       ------ রঞ্জন গিরি।