অনশন মোরা কারে কই!
অভিনয় এক, বাস্তব দুই।
অভিনয় সংবাদ জগৎ সেরা,
বাস্তব চিত্র জগৎ হারা।
অভিনেতা রাতে মঞ্চ বাঁধে,
বাস্তবতা মাটিতে শুধু কাঁদে।
রাজনীতি এক টাকা দানে,
সংবাদ ছড়ায় সকল খানে।
তাঁর এক কম্বলে জগৎ মাতে,
সাংবাদিক ছুটে ক্যামেরা হাতে।
অভিনয়ের অনশন হলে,
হাঁ করে ঢপ মানুষ গিলে।
অভিনয় অনশন রাত্রে নিবৃত্তি,
বাস্তবের চলে করুণ আর্তি।
বেকার পড়লে রাজপথে,
রাজনৈতিক নেতা নেই সাথে।
আভিনয় দেখে আহা বলে,
বাস্তবটা দেখেও এড়িয়ে চলে।
বুদ্ধিজীবীরা আজ বুধের দলে,
বেকার ঢলে পথে মৃত্যুর কোলে।
রাজনীতির রীতি হিংসা হেথা,
সুখের ঠিকানা চাওয়া বৃথা।
ওঁরা রাজনীতিটাই ভাল বোঝে,
তাই ভোট নিতে নোংরা খোঁজে।
বরং মজুর খেটে টাকা যোগাড় কর,
তোরা ঘুষ দিয়ে নেতার পকেট ভর।
তবে চাকরি তোদের হবে পাক্কা,
শিক্ষিত হয়ে তোরা না পাবি ধাক্কা।
এটাই দেশের হালরে ভাই,
এদেশে গুণীর বিচার নেই।
হেথা রাজনৈতিক রঙ বড়ই জটিল,
তাই তোদের  অনশন কর বাতিল।
                          ------ রঞ্জন গিরি।