দৌলত প্রেমে দৌড়ায় মানুষ
দমের দামের মূল্য ছাই,
পা পড়লেও পচা আবর্জনায়
পাদুকা হীনে পরোয়া নাই।


উলঙ্গ উচ্ছাস, উৎকট উষ্ণতা
উন্মাদের উৎকর্ষর উৎস ধন,
পৈশাচিক প্রীতির পিতাম্বরেরা
পশুত্বে করে তার উপার্জন।


ষাঁড়াষাঁড়ি লড়াইয়ে শিং ভাঙে
সিংহাসনের শিন্নির স্বাদ নিতে,
কসাইও হয় কাশীনাথের ভক্ত
কালাচাঁদ-এর কদলী পেতে।


কালোয় কালো কালসিটে রং
কলঙ্কের কালোয় কাল শেষ,
দৌলত নেশায় দাগী হলেও
দাগে দামিনীকে লাগে বেশ।


লাভের লাভ পেয়ে লোভ বাড়ে
লালগ্রহেও লালসার হাত,
আঁধার আত্মীয় হলে ক্ষতি কি
অন্ধকার মনেই অমৃতের স্বাদ।
                   -------- রঞ্জন গিরি।