ঢালছে ঘোল,
বলছে গোল;
টোল ফেলিয়ে গালে,
নিজের ঢাকে,
নিজেই ডাকে;
পানি ফিরাতে হালে।


শুধুই ধান্দা,
পরের নিন্দা;
মুখটা পেঁচিয়ে বলে,
অপর গরল,
নিজে সরল;
ভাব দেখিয়ে চলে।


ধর্ম নাচায়,
কর্ম বেচায়;
মোল্লা, পুরোহিত সেজে,
স্বার্থের জন্য,
সেজে বন্য;
ধর্মকে লাগায় নিজের কাজে।
                      ------- রঞ্জন গিরি।