অসুখের কাছে সবাই অসহায়
ডাক্তার বৈদ্যি যতই থাক,
মরনের মুজরা দেখে মৃত্যুদূত
পালাতে বাধ্য এলে ডাক।


হিস্সা, হিংসা, হিম্মত সব
রোগের রাগে হয় রাত্রি,
তখন স্বর্গ সুখ না হয় সহায়
নরকের নির্যাতন হয় মৈত্রী।


ক্ষমতার সুখের খতিয়ান খায়
দূরত্ব বাড়ে প্রিয়জনের সাথে,
ক্ষীর ভরা মুখের ক্ষীণ দর্শন
নিষ্পলকে নেতিয়ে পড়ে পথে।


অমৃত স্বাদও তখন  হয় তেতো
ইমারতও ঈশ্বরের ভাগে,
বিষয় প্রেম বিষ হয় বিষণ্নতায়
ছন্দ হারতে দেহ ছুটি মাগে।
               -------- রঞ্জন গিরি।