সে কোন আঠা চেয়ারে সাঁটা
মোরে সন্ধান দিও প্রভু,
তার গায়ে ঘেঁষে যেজন বসে
তারে ছাড়তে না চায় কভু।


গরুড় ছানা হাসতে মানা
তবু চেয়ার পেলে হাসে,
চেয়ার ধরে উজাড় করে
সে মরতেও ভালোবাসে।


ব্যোম বন্দুকে ভীষন সুখ
ওই আঠা চেয়ারের জন্য,
চেয়ার ছাড়া সব আগড়া
সুনাম বাজার হয় বিপন্ন।


এই আঠার সুখ পূর্বপুরুষ
কেউ জানতো নাকি ছাই!
জানলে পরে চেয়ার ছেড়ে
তাঁরা কখনোও যেতো নাই।


আঠার গুন কেমন নিপূণ
আজ অন্ধরাও তা জানে,
চেয়ারের পাপ হয় মাফ
শুধু সাধু মরে আজ প্রাণে।
            -------- রঞ্জন গিরি।