করোনার কীর্তি না হতে শেষ
আমফানের চলে আস্ফালন,
মনুষ্য জাতির ঠিকানা মর্গে
প্রকৃতি ঘটায় প্রীতিস্খলন।


লাখো স্বপ্ন লোপাট হতে যায়
অতিমারী,আমফানে পড়ে,
তবু রাজনীতির রং রাজ করে
অতীন্দ্রিয়তার অহংকার ধরে।


হীনমন্যতার হিংসা বিদ্বেষে
পুঞ্জীভূত হয় যত পাপ,
ঈশ্বরও চাইছেন ইতি হোক সৃষ্টি
তাই অনাদি দেন অভিশাপ।


ব্রহ্মাণ্ডের ব্রহ্মে চলে ব্যঙ্গ বিদ্রুপ
বিজ্ঞের বিজ্ঞান আহরণে,
দৃশ্যহীন দস্যু দাপিয়ে বেড়ায়
অদৃশ্য অধিপতি পালায় অপমানে।


দূতের দ্যুতির দীর্ঘায়িত হয়
দ্যুতির দরদীকে যায় ভুলে,
বর্ণহীন পিতায় বিশ্বাস হারায়
তাই বিবর্ন বৈভবতা বিশ্ব কুলে।
                 -------- রঞ্জন গিরি।