কে তুমি এলে নিশীথে আলো জ্বেলে
চাঁদ হয়ে মোর জীবনে,
এ ভাঙ্গা ঘরে জ্যোৎস্নায় গেল ভরে
তব অতীন্দ্রিয়তার কারনে।
কে তুমি এলে......................
হায় কি জানি কখন হলো যে বোধন
এ ভাঙা মন্দির ফিরে পেল প্রাণ,
স্বর্গ এসে নেমে মোর নিকট থেমে
সুখ সাগরে করাইল মোরে স্নান।
কাঁসর ঘন্টার ধ্বনি অহরহ বাজে শুনি
দূত পাঠালেন ঈশ্বর সংগোপনে।।
কে তুমি এলে.........................
ধুলো বালি ছিল ঢেকে পথের অযত্নে থেকে
সযত্নে অতীন্দ্রারাই আনে তুলে,
নিরস তরুবর সরসের আজ পায় বর
মুকুল দেয় উঁকি গাছের ডালে।
পুষ্পে ভরিল তরু শেষ থেকে হল শুরু
বৈকালে বৈভব ফিরিল তাঁর দানে।।
                     ----------- রঞ্জন গিরি।