কিলবিলিয়ে মরন পোকা
              ছুটছে দেহের উপর,
কি লাভ বলো হিংসা বিবাদ
          দেহ ক্ষয় হলে সব পর।


কি হবে তোমার আত্মগরিমা
                আত্মা ছেড়ে গেলে,
কি মান তোমার ছিল হেথা
               বার্তা না সেথা চলে।


কি কাজ করেছ মানুষ হয়ে
                হিসাব নিজে কারো,
কি বলে তার হিসেব মিলাবে
             তার অংক কষতে পার?


কি শিখেছ সাধুর থেকে
               সময়তো শেষ হলো'
কি দিলে তার সারাংশ সব
              আয়নার সন্মুখে বলো,


কি বলেছো অসৎ জনে তাই
                বাঁসা মনে তা বাঁধ?
কি ভয় তোমার অতশত কিছু
             লুকিয়ে ফুঁপিয়ে কাঁদ!


কি করতে গিয়ে কি করলে
             অত ভেবে নেই লাভ,
কি করবে আজ দেশের জন্য
               সেটাই এখনই ভাব।
            ------- রঞ্জন গিরি।