আত্মীয় আজ অস্পৃশ্য
হৃদ্যতা হয় হৃদয়হীনা,
আতিথ্যতা অতি অসহায়
আচার আজ অচেনা।


মনুষ্যত্ব মরে মানুষের
পবিত্রতায় পৃথক প্রীতি,
সদা শূন্যতা সরসতাহীন
সৌভাগ্যশীলতাই স্মৃতি।


নিরস নির্মল নীলিমা
আতঙ্কে আবৃত আজ,
করোনার কদর্য কর্ম
বসুতে বসন্তে বিরাজ।


মানুষের মৃত্যু মিছিল
বক্ষ বিদারিত বিষাদে,
অচেনা অনর্গল অশ্রু
করোনার করুণায় কাঁদে।
                 ------ রঞ্জন গিরি।