ছাতু খেতে ঘুরছে আতু
                  পাড়ার অলিগলি,
থিতু নেই আতু গুলোর
                 শুঁকছে রাস্তা তলী।


ছুঁচো মরার পচা গন্ধ
                  পাচ্ছে যেথায় সে,
পাটি দিয়ে মাটি কেটে
                    থেবরা মুখ ঘষে।


ভীতু দেখে  আতু গুলো
                       হল্লা করে বড়,
ঋতু বুঝে সে ধাতু নিয়ে
                    ভয় দেখায় গাঢ়।


মতি নিতে প্রতি ঘেউর
                দিতে হবে তার দাম,
সুষ্ঠ ভাবে তুষ্ট করলে
               ঝরবে না আর ঘাম।
                  --------- রঞ্জন গিরি।