------- রঞ্জন গিরি।
বাঁকা লোকের শাখা বেশী
বাজায় শংশা ঢোল,
বান্ধব তাঁর বাজনা বাজায়
বারুদ চোখে দেখে  গোল।


বখরা পায় শাকরেদ সব
বন্য কামের জন্য,
বাবা বলে ওরা সেবা করে
বলে ধন্য ধন্য।


বানের জল বাবার চোখে
বন্যা  বয়ে যায়,
বাপকে ফেলে বাঁকা লোকের
বাবু বলে পড়ে পায়।


বাঁশ ঝাড়ে বাঁশ আর নেই
বাঁশ পেছনে দিয়ে শেষ,
বাহাদুর দাদা গাধূর মতো
বাগানে আছে বেশ।


বসে বাগানে ঘসে মুখ
বাদামুথা ঘাস পায়,
বাঁকা বাবু ধোঁকা দিয়ে
বাদাম ছাড়িয়ে খায়।


বারে বসে সারে সুরা পান
বক্কল সাধূত্বের তত্ব,
বাসনা তাঁর বেশ্যা খানায়
বাঃ বাঃ বলে ভৃত্য।
             -------- রঞ্জন গিরি।