বড়ো বাবু
------- রঞ্জন গিরি।
নোংরা হাত নর্দমায় দিয়ে
ইসস বলেন বড়ো বাবু,
দুর্গন্ধ এড়াতে দু'নাক চাপেন
দাস্ত ভয়ে হন যুবুথুবু,


কুষ্ঠ দেহে তাঁর কলেরার ভয়
খুব সাবধানে ধোয়েন হাত,
পোশাকে তিঁনি পরিপাটি থাকেন
তাঁর মাছি গায়ে করে উৎপাত।


ধড়ে ভয় তাঁর ধোঁড়া সাপে
কাল কেউটে হন নিজে,
শ্বাসের বিষ তিঁনি শান্ত মনে
ছোবল দিয়ে লাগায় কাজে।


বড়শি দিয়ে ষড়োশী ধরতে
জুড়ি মেলা ভার বিশ্বাসে,
ভূষা কালিতে ভয় পান বাবু
কলঙ্কে কিছু যায় না আসে।
                   -------- রঞ্জন গিরি।