মোরা রঙ্গে রঙ্গে খেলবো হোলি আজ
                       রঙ্গিন এই বসন্ত ফাগুনে,
মোদের প্রেমের পরশ লাগবে দেহে মনে
                     জ্বালাবো প্রেমের আগুনে!
মোরা ---------------------এই বসন্ত ফাগুনে।


দেখি                  কৃষ্ণচূড়া পলাশে আজ
                            ফাগুন হয় লালে লাল,
মোরা                   রং দেব আজ রং নেব
                          লাবণ্যে ভরবে দুটি গাল!
লাজুক আঁখি লজ্জা পাবে দেখবো দোঁহে
                                             বাঁকা নয়নে! 
মোরা --------------------  এই বসন্ত ফাগুনে।


আমি              পিচকারিতে ভেজাব আঁচল
রং                গড়িয়ে যাবে তাঁর চরন বেয়ে,
তখন           আলতা আবির একহয়ে গিয়ে
মোরা        উঠবো হোলি ফাগের গান গেয়ে!
তখন তনু মন এক হয়ে চোখাচোখি রব আজ
                                  জড়িয়ে ধরে একসনে।
                         ---------  রঞ্জন গিরি।