মন্ত্রী ব্যাটা,
গুড়ের আঠা।
বেকারে বানায় বলির পাঁঠা!
শক্ত চিটে;
চিপকে আঁটে,
শুরু হয় মন্ত্রীর পিছে হাঁটা।
বেকারত্ব;
ভালো তত্ব,
ওরা রাজনীতিতে হয় মত্ত!
কালোটাকে;
ভালো দেখে,
দুষ্কর্মে ওরা হয় লিপ্ত।
চাকরির টোপ;
ঢপের চপ,
বেকারেরা খায় খোপা খপ!
মন্ত্রী সফল;
স্বপ্ন বিকল,
মন্ত্রী মাওবাদী সাজায় টপাটপ।
মন্ত্রী দাদা;
সিধা সাদা,
ভাতা টাকা তিঁনি না নেয় সদা,
চাকরী দেয়;
ঘুষটা নেয়,
এন্টি মেন্তির একাউন্টে টাকা গাদা গাদা।
গ্রুপ -ডি;
লাগে যদি,
মন্ত্রীর দালালে দাও গাদা নোট বাঁধি,
সরকারি;
প্রাইমারী,
বার লাখ লবে বেকারের দয়ানিধি।
মন্ত্রীর নিকট;
থামলে প্রকট,
চাকরির জন্য মন করে ছটপট,
বইতে ঝান্ডা;
নিয়ে ডাণ্ডা,
সদা ব্যস্ত রাখে ওই কপট।
বাঁধা কুত্তা;
নেই রাস্তা,
রাখতেই হতে হবে তাতে আস্তা,
কুকুরের ঘেউ;
বেড়ালের মিঁউ,
বেকার তুমি বাজারের হও সস্তা।
কম দামে;
আসো কামে,
মন্ত্রী তোমাকে নিয়ে ভোটে নামে,
রাতে রিগিং;
দিনে স্লেজিং,
ভোট শেষে মন্ত্রী ভরায় বদনামে।
ঢুকলে গুহায়;
ঈশ্বর সহায়,
কভু বেরুতে নাহি পায়,
যদি বেরোয়;
বন্ধুকের নলায়,
ঠাঁই পায় সে নরক যাত্রায়।
শোন বেকার;
হতে সকার,
মন্ত্রীর চাকরির স্বপ্ন ছাড় বিকার।
হাতের কর্ম;
তোমার ধর্ম,
স্বপ্ন তোমার হবে বিশাল আকার।
               ------- রঞ্জন গিরি।