ভাবতে আমার ভালো লাগে
ভারতবর্ষ হয় আমার এ দেশ,
মোদের বর্ণ কর্মে কাজিয়া নেই
জাতি, ধর্মে নাই কোন দ্বেষ।


আমরা লড়াই করি নীতির জন্য
কভু বড়াই না করি জঙ্গি পুষে,
মোরা নিরীহজনে নিবিড় প্রেমে
হৃদয় দিয়ে তাঁদের থাকি পাশে।


মোদের মতের তফাৎ থাকতে পারে
কভু মতিভ্রমে নাই মেতে থাকি,
মোদের ভারত মা'কে ভাসতে দেখে
মোরা ধর্ম ভাসিয়ে কর্মে ডাকি।


মোদের ভদ্রতা সদা ভনিতা হীন
মোরা ভাব রাখি ভালোর সাথে,
যদি দুর্বলতা ভাবলে দুর্জনেরা
তবে দুরমুশ হবেই চলার পথে।


মোরা পূর্ণিমা রাতে প্রীতিভোজে
পাতপেড়ে বসে খাওয়াতে পারি,
মোদের ভারতমাকে যে করবে ভাগ
তাকে ভুবন ছাড়াতে অস্ত্র ধরি।


ছোঁ মেরে মাকে ছুঁয়ে যদি কেউ
ছোবল দিয়ে নীল করবো তারে,
কু-নজরের ওই কাপুরুষ গুলোর
কদর কমাবো সারা বিশ্ব জুড়ে।
              ----------- রঞ্জন গিরি।