ভেকধরে ভেকের পূজা
ভেল দেখে লোকে,
ভেজায় মন ভিজে চোখ
ভিরমি খায় শোকে।


ভণ্ডামিতে ভয় নেই আজ
ভূষণ বরং পায়,
ভালো জিনিস ভুলে মানুষ
ভেজাল লেপে গায়।


ভাষণে লোক ভাঁপায় আজ
ভাবের ঘরে ঘোরে,
ভাতের চিন্তায় ভাবনা নেই
ভাকুর চিন্তায় মরে।


ভাঁজ ফেলেছে ভালে আজ
ভেকধরা লোক গুলো,
ভিক্ষা ভিত্তি ভি আই পি হন
ভায়া ভিক্ষুক বাতেলো।
             ------ রঞ্জন গিরি।