ভিতরে ভিতরে ভীমরুল বাসা
ভিরকুটি কার ভিড়া,
ভিত কাটাতে লাগে ভিন্ন পথ
ভিটকেলি কাটায় ফাঁড়া।


ভিত নাড়াতে হলে ভীতি
ভিটকেল করে ভীড়ন,
ভিরমি খাবে সদা ভীত হয়ে
ভিক্ষায় পাবেই পীড়ন।


ভিটেমাটি ভেড়ি দখল
ভিকিরি সাজে ভেড়িপতি,
ভিক্ষাশ্রী পেয়ে ভিটে বানায়
ভিগে নয়নে ভীমরতি।


ভিতিভিতি শুধু ভীতি
ভিত্তিমূল আজ ভীমল,
ভিজানো কথায় ভুলে লোক
ভিক্ষাবৃত্তিতে পায় বল।
           ------ রঞ্জন গিরি।