নির্জলা মেঘ উড়িতে দেখি
আহত হৃদয় মরুতে,
(শুধু)সৌদামিনীর গর্জে কি লাভ
দৈত্য দিবস শুরুতে।


বেমানান বড় বৈশাখী ঝড়
খাক হওয়ার তরুদ্যানে,
লেলিহানে লালিত্য কেড়েছে
ক্ষরবায়ুর  ক্ষণিক উত্তরণে।


প্রেম উষ্ণতা উদারতা হীন
সৌমতা সমাজ ছাড়া,
পিনাকী প্রীতি পিত্তির ন্যায়
পবিত্রতা ছেড়েছে পাড়া।


অরিত্রহীন অদিতি ডুবে
অবিশ্বাসের সমুদ্র কোলে,
বৈষম্যতার বেড়াজালে পড়ে
বিবেকবানও আজ অস্তাচলে।
                  --------- রঞ্জন গিরি।