পক্ষান্তরে আজ পঙ্গু দেশ
সক্ষমে সাহায্য করে,
দৈন্যতা আজ দৈত্যাকার
রাঘব রাজনীতির খপ্পরে।


বিজ্ঞাপনে বৈতরণী পারে
নৌকা ডুবে নোঙর হীনে,
স্বার্থন্বেষীর সততা হেতু
সমাজ চলে সুলভ ঋনে।


ভর্তুকি পেয়ে ভৈরব বাহিনী
নিবিড় নেংটায় নাচে মদে,
সম্ভ্রম সমস্যায় ভুগছে দেশ
নিত্যদিন নারীর নারীত্ব কাঁদে।


পূজো প্যান্ডেল পার্টি অফিস
লাভের লালসায় লালিত্য মারে,
ফিদা মনে ফিতে কাটে মন্ত্রী
দুর্গার এটিএমে দৌলত ভরে।


যত ভূতাড়ি ভুষির গল্প ফেঁদে
সিরিয়াল সমাজ করল শেষ,
অযাচিত হিংসার আতিথিয়তায়
গোবর গনেশ ছড়ায় দ্বেষ।


শিক্ষা পরেছে সিনথেটিক শাড়ী
রেশে ভরে গা রাতুল রাবন,
সইছে সমাজ চুলকানির জ্বালা
নয়নে বয় তার নিগূঢ় শ্রাবণ।


বিদ্বেষ ব্যবসায় বিষ বেচে
ধর্মের দামড়া ধামালি করে,
ধর্মান্ধরা ধর্মে করে ধর্ষণ
মনুষ্যত্বের মশলা ফেলে ছুঁড়ে।


দেশ এগিয়ে না দেশ পিছিয়ে
পরামর্শ দেয় পার্টির দালাল,
জনতা মোরা জগৎ হারাবো
হিংসার হিম্মতে হয়ে হালাল।
            ----------- রঞ্জন গিরি।