দরিদ্রের দম কিনে রাজা
দু টাকার দৌলত দিয়ে,
দাসত্ব করতে দাস বানায়
দরিদ্রের দারিদ্রতা নিয়ে।


সবলের সন্ধ্যা নামায় রাণী
সাধ খাইয়ে ভিক্ষার,
সানিপাতে সাবাড় হয় প্রজা
সার বিকলাঙ্গ শীৎকার।


কুঁড়ে বানায় কৌশলে আজ
কাঁধে দিয়ে দলের ঝাণ্ডা,
কাঁকর খেতে কাক বানালো
কসাইকে বানিয়ে পাণ্ডা।


শীতে দিল শীতল পাতী
শান্তি ভাবে ঘরে শুতে,
শাগরেদ বানিয়ে সামনে দিল
শান্তি সুধা সুখে খেতে।


শ্রী'র ফ্রীতে আজ শিবানী বাঁচে
শিক্ষানিকেতনের উৎকোচে,
শিলাবৃষ্টিতে শিলা ফেলে মেধার
শগর বানায় তারে সাঁচে।
                  -------- রঞ্জন গিরি।