বিবেক গুনে বিনয়ী
বিনয়ীতে বিনায়ক,
বিনায়ক হয় বিশ্বাসী
বিধান নয় তাঁর বিদারক।


বিদ্যায় পান বিভূষন
বিভূষনে বিনোদপ্রীতি,
বিবর্ন না হয় বিনয়ন
বিধিমত চলে বিদ্যাণীতি।
           ------- রঞ্জন গিরি।