লক্ষীপ্রিয়ার লক্ষি ছেলে তুমি
ত্রৈলোক্যে আবির্ভাব তিরোভাব
তোমার স্মরণে তাম্রলিপ্তে আজ
পড়েছে সমন্বয় প্রদীপ্তের প্রভাব।


ক্ষুদে হলেও ক্ষুদিরাম সবার
উর্বর মস্তিস্ক তব উদারতার,
স্বদেশ সুন্দর চেয়েছিলে তুমি
স্বপ্ন দেখে ছিলে সুবর্ণতার,


হে বীর!বিপদে আজ বসুন্ধরা
পরেছে পরাধীনতার শৃঙ্খল,
নীরব নির্যাতন চলে নিভৃতে
স্বাধীনতার সাধ হয়েছে বিকল।


নারীত্ব আজ নির্জনে কাঁদে
বদমাশ গুলোর বদান্যতায়,
লোভী মানুষের লোলুপ দৃষ্টি
ললনার লাবণ্য ছিঁড়ে খায়।


হিংসা বিদ্বেষ ও হীনমন্যতায়
মনুষ্যত্ব আজ মিশেছে পশুত্বে,
পদলোভীর পা পিষে স্বাধীনতা
নিরীহ মরছে নেতার প্রভুত্বে।


জনসম্পদ জমে মন্ত্রীর ঘরে
লুন্ঠিত হয় আজ লুলিত ধন,
বিভেদ বিলায় বিপন্নের ঘরে
ধরিত্রীর বুকে ধর্মের বিপণন।


সংগ্রামীর সন্ধ্যা এসেছে জীবনে
স্বার্থপরের এসেছে শুভ সকাল,
সূর্য্যোদয়ের সূর্য্য যাঁরা দেখালো
তাঁরাই আজ তাড়িত জঞ্জাল।
              --------- রঞ্জন গিরি।