------ রঞ্জন গিরি।
বেঁচে থাকতে পিতা যে তোর
বোঝা হয়ে দাঁড়ায় দ্বারে,
তাঁর মরনের পর কি হলো কি
কাঁদিস কেন অঝোর ঝরে।


লব্য-চশ্য তুই সাজিয়ে থালায়
যতই আকুলে ডাকিস তাঁরে,
চলে গেছে ফিরে আসবেনা সে
এখন বুঝলি পিতা বলে কারে?
,
ধামা ভর্তি নৈবেদ্য সাজায়ে তখন
করে ছিলি তুই পাথরের পূজা,
তখন ভুখায় ছিল পিতা যে তোর
খেতে না দিয়ে দিয়েছিলি সাজা।


জরা-ব্যাধি যখন জরায় তোরে
তোর পাথর ছিল পথে পড়ে,
তখন জন্মদাতা পিতা যে তোর
আকুল হৃদয়ে ছুটে এসেছিল ঘরে।


তবে এখন কি জানলি পিতার মানে
তাই কাঁদিস বসে পথে অঝোর ঝরে,
হা হুতাশ করে আজ লাভ কি তোর
ফিরে তো আসবেনা জীবন ভোরে।
                      -------- রঞ্জন গিরি।