ধনীরা বড়োই ধনের কাঙাল
গরিবের কাড়ে অন্ন,
মধ্যবিত্তরা মনুষ্যত্ব দেখিয়ে
সমাজে সদাই বিপন্ন।


নোংরা রাজনীতি করে নেতা
হাজার কথাই মিথ্যা,
জ্ঞানীরা সব জ্ঞান বেচে খায়
গুণী গুলো হয় হত্যা।


বিদ্বজনেরা বিদ্যার আড়ৎ
কৌশলে কৈলাস দেখে,
মূর্খের পালে মৌসুমী হওয়া
শিক্ষা শয্যায় শুয়ে থাকে।


যুবকের যু কেটে তাঁরা
মাছ ধরে খালের জলে,
মন্ত্রীর মজ্জা রাখতে ভালো
বলি হয় তাঁর বক কলে।


প্রীতি হারিয়ে প্রকৃতি এখন
সুস্থ্য হয় নিজ স্বার্থে,
ব্যাধি বিষে জ্বলে মানব জাতি
স্থান পায় মরন গর্তে।
                  -------- রঞ্জন গিরি।