লোটা কম্বল লটকে ঘাড়ে
চাই যেতে চাই চেনা দেশে,
মনুষ্যত্ব যেথা মানুষের আছে
মহান মহত্ব শুধু নয় মুখোশে।


বিদ্বান যেথা বিদ্যা দানে
সু-শিক্ষা দেয় সর্ববলোকে,
অনাথ যেথা আঘাত না পায়
সবাই দাঁড়ায় সবার শোকে।
হৃদয় যেথা হীরের মতো
হাসি না পেলেও থাকে হেসে,
লোটা কম্বল লটকে ঘাড়ে
চাই যেতে চাই চেনা দেশে.....


হীনমন্যতায় যেথা না হাঁটে কেউ
গোঁসা না দেখায় গোবর হাতে,
রক্তে যেথা রাঙ্গায় না হাত
ভাতৃত্ব থাকে ভাইয়ের সাথে।
হিম্মতে যেথা হিংসা না বেচে
আনন্দ না পায় ব্যক্তি আক্রোশে,
লোটা কম্বল লটকে ঘাড়ে
চাই যেতে চাই চেনা দেশে........


সাফল্যে যেথা সবে পায় ভাগ
ঈর্ষা করেনা কেউ ইমারত দেখে,
পায় না খুঁজে যেথা পরের দোষ
নিজের দোষ দেখে নিজের চোখে।
পরকে যেথা করে পরম আপন
অন্তর দিয়ে যেথা অন্তরে মিশে,
লোটা কম্বল লটকে ঘাড়ে
চাই যেতে চাই চেনা দেশে.........


জাতি বৈষম্যের যেথা জিগির নেই
আমজনতা সেথা আমোদ করে,
আলিঙ্গনে যেথা আসমান পাবো
জড়িয়ে ধরবো জীবন ভরে।
ব্যথীর ধনে যেথা বৈভব গড়ে
থাকি কেমনে তাঁর গা ঘেঁষে?
লোটা কম্বল লটকে ঘাড়ে
চাই যেতে চাই চেনা দেশে.........
               --------- রঞ্জন গিরি।