চাঁদ ছুঁয়েছে চাষার ছেলে
চন্দ্রযানে চড়ে,
গর্ব মোদের গগনচুম্বী
গৌরবের স্বপ্ন গড়ে।


বীর বিক্রমে বিক্রম আজ
বিজয় ধ্বজা বাঁধে,
ভারত মোদের ভাসমান জগতের
ভার বইছে কাঁধে।


মায়ায় মজেছি মহাশূন্যের
মীরাক্কেলে হয়েছি মত্ত,
উন্নত ভারতের উন্মেষ চেয়েছে
উন্মুক্ত উদার চিত্ত।


হাতছানি দিয়ে হাজার গ্রহ
হাঁকছে কাছে পেতে,
ব্রহ্মাণ্ডের এই বিষ্ময় বিশ্ব
বন্ধু রূপে চায় যেতে।


জাগতিক শক্তি জাগরিত হোক
জাগরণ আসুক মনে,
সংস্কার মানুক সভ্য সমাজ
সত্যের উদ্ঘাটনে।
                 ---------- রঞ্জন গিরি।