রথ টান আর কীর্ত্তন করো
রসালো অঙ্গ শুধু রঙ্গে মাতে,
রসের বাস্তবটাকে চিনেছ কি তুমি
ওদের আচ্ছে দিন!
                   তোমার থালা হাতে?


বলিরেখায় বেকারে ওঁরা
বেকারত্বে সদাই কৌতুক করে,
বলিপুষ্ট হয়ে কি তোমার
দানের চিড়েতে উদর ভরে?


রথের জিলিপি কীর্তনের বাতাসা
রাম, হরি, খেতে একদিন দেবে,
রথ টেনে, খোল করতাল বাজিয়ে
রাতে ভেবেছ কি! কে খাওয়াবে?


ভুখা পেটে তুমি ভজন করো
ভূ-তে ভূত দেখতে পাবে,
ভূখ মেটাতে ভাবনা গড়ো
ভুলটা সবার ভেঙ্গে যাবে।


অস্ত্র নিয়ে অসিন হয়ে আজ
অধীনে আছ তুমি যাঁর,
অকপটে অস্বীকার করবে সে
অম্বল যদি হও তুমি তাঁর।


সারমেয় হয়ে তুমি করবে কাজ
সারা জীবন তাঁর পিছনে লেজ নেড়ে,
সাধ যদি হয় তোমার সাদায় আসার
সাপ হয়ে প্রাণ নেবে কেড়ে।


চাকর হও তাঁর, চাকরি নেই
চাকদারের ছেলে চুষবে সেটা,
চাঁদের হাটেই চাঁদ উঠবে জেনো
চান্স পাবে কি চাকরের বেটা?
                  --------- রঞ্জন গিরি।