চটি বলে আমি খাঁটি
                  চুটকি দিয়ে হাঁটি,
ধূতি বলে আমি সতী
                   ধৌত পরিপাটি।


চটকদারির কথায় চটি
                 চপল বেচে হাটে,
ধূমের মতো ধুতি খানা
               ধুলো ঝাড়ে মাঠে।


চমক দিয়ে চমকে চটি
           চাড় করে নিজ নামে,
ধসিয়ে ধুতুরা ফুটিয়ে
               ধুতি না কভু থামে।


চটি ধারির চটুল চিন্তা
             চকচকে করে বলে,
ধুতি বালা ধূসর মনে
            মাদল বাজায় ছলে।
           --------- রঞ্জন গিরি।
,