বৈভবের বিচি বিচার পায়;
বেতাল হয় সব সত্য ন্যায়,
কাচারি নয় কাঁচের মতো
কাছা খুলে দীনের দধি খায়।


আতব চাল আঁতে নেই;
উৎকোচের ধন আগাম চাই,
বিচারের বিধান বিক্রয় করে
বিড়াল মশাই তুলেন হাই।


ছাগল ছত্রপতি ছাতার নীচে;
ছা-পোষা শিক্ষা ধর্ম বেচে,
উচ্চ শিক্ষিতরা উদার মনে
উলঙ্গ শিক্ষায় উপাঙ্গ যাঁচে।


পরের পকেটে পুয়া বারো;
পাগড়িতে পালক করে জড়ো,
লাল চোখে লাঠি ধরে বলে
লা জবাব বিচার নাকি তাঁর গাঢ়।


আঁতু বানায় আতিথ্য দিয়ে;
আধমরা করে ভাজে ঘিয়ে,
মীমাংসা চায় মিথ্যে কথায়
মরিচ ছড়িয়ে কাটা ঘায়ে।


ডাকুর ডোমরা মানুষ গুলো;
ডুকরে কাঁদে সেজে হুলো,
নিংড়ে খেয়ে অর্থ নিশ্বাস ফেলে
নিরুত্তাপ মানুষ নিথর হলো।
               -------- রঞ্জন গিরি।