ছারপোকা কাটে কুট কুট
ছাপ রেখে যায় রক্তের,
ছাপোষা মোদের বাড়ির খাটে
ছাড় থাকেনা ভক্তের।


ছাল উঠে সারা দেহে মোদের
ছাঁকজালিতে গা ঘসে,
ছাড়াই খোলস কামড়াই গা
ছাদের বারান্দায় বসে।


ছাপিয়ে যায় তার অত্যাচার
ছানাবড়া হয় চোখ,
ছারখার হয় সবকিছু মোদের
ছাবালেরা করে ভোগ।


ছ্যাঁকা খেয়ে মোরা কাঁ কাঁ করি
ছাই পাস গিলে শুই,
ছানি পড়েছে মোদের দুটি চোখে
ছারপোকা খুঁজি নাই।
             ------- রঞ্জন গিরি।