ধন্বন্তরি করে চুরি ধন
ধোকা দেয় সরল মানুষে,
সুস্থ্য লোকে অসুস্থ্য করে
সুখ কামনার ধ্যানে বসে।


সমাধানের ঠাকুর সুদখোর
সুদ খাটাতে দেয় টাকা,
কৃষ্ণের কৃপায় কিনতে জমি
কৃপণ পায় ভালো মোকা।


সাইন বোর্ডে চিকিৎসালয়
সাত কাহন লেখা তাতে,
শান্তি বড় সুদর্শনে তাহা
সবজান্তা তা দেখে মাতে।


ঘট কালিতে ঘটি বাটি বেচে
ঘটক পায় তার ভাগ,
দালালির দাম দেয় ধন্বন্তরি
দালাল খুশী মানুষ ছাগ।


ঝালদার আর ঝম্প দল
ঝাড়ুদারও পায় মোয়া,
জাঁতিয়ে পাঠায় জাহান্নামে
জান কাড়তে পায় গুয়া।
               --------- রঞ্জন গিরি।