পুষ্ট করতে দুষ্ট লোকে
কেষ্ট বড়ো চাই,
তুষ্ট নাহলে কষ্ট দেবে
অনিষ্ট তো হবেই।


ছাতার নীচে সাঁতার দিলে
বেতারে শোনাও নাম,
সেতারের তার ছিঁড়ে গেলে
বদল করবে তাঁর ধাম।


ধুর্তের শর্তের শীতলতা কম
মর্ত ছাড়তেও হতে পারে,
স্বার্থপরের গর্তে পড়লে পা
সাধনার সর্বস্ব যাবে উড়ে।।  
                ------- রঞ্জন গিরি।