দিতিসূত আসছে তেড়ে
দিঠ দুটি যে নেবে কেড়ে,
দিক্ ঠিক করে বাঁচ সখা
দিকদারি থেকে থাক দূরে।


দিনের শেষ দীনতো শেষ
দিগন্ত মুখরিত থাকে খলে,
দিবালোকে দীপ জ্বেলে
দিনান্তক সদা পড়ে ঢলে।


দিবাবসু আজ মেঘপুঞ্জ হেতু
দিনযৌবন ভরে কালো ছায়,
দিকভ্রান্ত আজই এই বসন্ত
দিতিসূতর লোলুপ জামানায়।


দিৎসা নেই দাতার আজ
দিবামূখ যায় অস্তাচলে,
দিবানিদ্রায় যৌবন কাটায়
দিন ফুরায় দিতির কোলে।


দিব্যাঙ্গনায় স্মরন কারো
দিক্ দিতে যেন ঠিক করে,
দিঘভূজে দিতি তনয় সদা
ডিখন্ডিত করবে মেরে।
                ------- রঞ্জন গিরি।