শির স্থানে কোরান গীতা
হস্তে হিংসার তাজা রক্ত,
অপরাধের অধ্যক্ষ হয়ে
কি করে আজ ন্যায়ের ভক্ত?


ধর্মস্থানে আজ ধর্ষিত ধর্ম
মৃত্যুর জন্য প্রমাদ গুনে,
সে যে অন্যায়ের আঁতুরঘরে
নামাজ পড়ে এক মনে।


বিভৎসতার বিক্রমে বিভোর
পাপ মোছাতে পুজো করে,
গলা কেটে গঙ্গায় পা ধুলে কি
পাপ যায় কভু দূরে সরে?


ন্যায্য খায় মার অন্যায্যর হাতে
ঈশ্বরের ইতি ভক্ত দেখে,
সত্য লুকায় শর্বরীর চোলে
দৃষ্টি দূষণ নয়কি দৃশ্যমান চোখে?
                      ------- রঞ্জন গিরি।