বকুলের ওই ফুলের বনে
                বেড়ায় ওলি গুঞ্জরনে,
সোহাগ করে জড়িয়ে ফুলে
              পান করে মধু আপন মনে।
কি জানি কে শেখালো এমন
                হৃদয় মেলাতে হৃদয় সনে।।
বকুলের ওই.....................


ওলি স্বপ্নে বিভোর পাঁপড়ি ধরে
                   শয্যা বানায় তারই পরে,
আমি কি সখী না পারবো তোমায়
               জড়িয়ে ধরতে আপন করে।
বিভোর হয়ে তোমার প্রেমে
           ( মোরা)জাগবো বাসর দুজনে।।


বকুলের ওই........................


ওলির মতো তো সহস্র ফুলে
                    বসবো না আমি কখনো,
তোমায় শুধু আমি বাসবো ভালো
         (তাতে) থাকবে আদর মাখানো।
ফুল যদি না হয় কলঙ্কিনী
                  অধিক ওলির আলিঙ্গনে,
কলঙ্কিনী বলে দূষবে না কেউ
                    রাখলে তোমায় সম্মানে।।
                       ---------- রঞ্জন গিরি।