বদ্ধ ঘরে আবদ্ধ থেকে
বলো করলে তুমি কি?
চৌদ্দতে যে মদ্দ না যায়
তাঁর অস্তিত্ব আছে নাকি?


হাল নেই মোর চাল কেনার
তবুও চৌদ্দতে আমি যাই,
যদি ভোগ না করি এক ঢোক
রাতের ঘুমটি হবে নাই।


মদ্দরা সবাই চৌদ্দতে থাকি
হামাগুড়ি দিয়ে চলি,
হুঁশ না হলেই খুশ তো ভীষন
মদ বোতলেই ঢলি।


রাতে হাজার কথা প্রাতে নেই
গতর ভীষন মোর খাটো,
ঘরের মতি আজ লাল বাতি
আমি বাদশা হলাম ফুটো।


বলি ভায়া গলি চৌদ্দে কভু
তুমি হেলায় ফেলিও না,
খাও দাও মস্তি করো সেথা
সোজা সুবোধে দিয়ো হানা।


ঘাসে শুলে হাসে যত লোকে
আমার ক্ষতিকী বল তাতে?
আমায় শুঁকে কুকুর মুখে মুতে
আমি মাতাল যে হই জাতে।
                   -------- রঞ্জন গিরি।