গতর থাকলে গতি হবে
গতি হলে আসে সুখ,
সুখ এলে হৃদয়ের মাঝে
আসে মানবিক মুখ।


মনুষ্যত্বের কর্মে মুখউজ্জ্বল
মানুষই তা মান্য করে,
ওই মনুষ্যত্ব বীথি একদিন
ক্লান্ত পথিকের প্রাণ ভরে।


সৎ কর্মে স্বজন প্রীতি-ই
অমানিশা করে দূর,
প্রভাত আসে প্রত্যয় লয়ে
মনে প্রশান্তি ভরপুর।


সূর্য্যের ন্যায় বীর্য্যবান হবে
সাম্রাজ্য ব্রহ্মাণ্ড সারা,
গতির জন্য জ্যোতির্ময় হবে
ঝরবে তাঁর জ্যোতি ধারা।
          -------- রঞ্জন গিরি।