গুরু বিদ্যা গুরু ধ্যান;
গুরু ঈশ্বর গুরু প্রাণ,
গুরু বিনে হৃদয় মাঝে
না আসে কভু মহৎ জ্ঞান।


গুরু বাৎসল্য গুরু প্রীতি;
গুরু দ্বারে শিষ্যের নতি,
গুরু প্রেমে মজলে পরে
গুরু ছড়ায় শিক্ষা দ্যুতি।


গুরু মত আলোর পথ;
গুরুর রাস্তায় ছুটলে রথ,
গুরু হয় শিষ্য গুরু জ্ঞানে
গুরুর আশীষ থাকে সতত।
                   ------- রঞ্জন গিরি।