গুরু!তোমার চরণ স্মরণ করে
ঠাঁই পেয়েছি ভবে,
গুরু!নইলে আমি এই জগৎ হতে
হারিয়ে যেতাম কবে।


গুরু!তোমার মতো বান্ধব মোর
কেহ এই জগতে নাই,
আর আসে যে জন বন্ধু সেজে
সে জন স্বার্থের নেশাতেই।


গুরু! যা কিছু লোকে আমার দেখে
সবই তোমার স্নেহ ছায়ায়,
আমি যা কিছু মন্দ রচিয়াছি আজ
সবই আমার লোভের মায়ায়।


গুরু!ত্রিলোকের স্বামী হোক না য়েজন
তুমি আমার কর্ম্ম স্বামী,
গুরু আমার আলোর তুমি হও রবি
তোমায় ভূমিষ্ঠ হয়ে নমি।
                     -------- রঞ্জন গিরি।