খাতে পড়লে খাতির নেই
খাদে ফেলে খাসা লোক,
পকেটে টাকা পাড়লে ডিম
পা ধোয়ায় পরী কেটে নোখ।


বিত্তহীনের বন্ধু কম আজ
সে বিপদে বিষ খেতে রাজি,
সুযোগ সন্ধানী সেই সুযোগে
পবিত্র মানুষে বানায় পাজী।


সাদা চিন্তার সড়ক নেই
সরল পাঁচিল সামনে তাঁর,
ব্যাকা পথের ব্যবসা ভালো
যতই হোক জাবরা অন্ধকার।


হাসির হিসাব হারাম খায়
ত্রৈলোকও তামাশায় তাঁতে,
দীনের খুশির দাঁড়ি টানতে
দীননাথ দাঁড়ায় খালি হাতে।
                 ------- রঞ্জন গিরি।