যত জঞ্জাল ভিড় করে
নিরীহ পৃথিবীর বুকে,
যত পার্থিব পবিত্র পদ
রক্তস্নাত জঞ্জাল ঢুকে।


যত নিরীহ নির্বাসিত হয়ে
কবরে বেঁধেছে ঘর,
যত হিংস্র হায়না গুলো
ধরেছে শৌর্য্যের শর।


যত ধর্ম ধর্ষিত হয় আজ
গোঁড়া ধর্মের ফলে,
যত বিভেদ-বৈষম্য ঘটে
জাতীয়তার তত্ত্বে জাতি খেলে।


যত নমস্যের নমনীয়তা
প্রবঞ্চকের পোয়াবারো,
যত হৃদয়হীনার হিম্মতে
বিশ্ব ত্রাস হয় জড়ো।


যত মিথ্যার মজলিসে আজ
সত্যকে গলা টিপে,
যত সৌন্দর্য্যের সৎকার হয়
সতীর্থেদের ফেলে ঢপে।


যত কাপুরুষরাই কাসুন্দি ঘেঁটে
সে যে ধর্ম যুদ্ধে ধামে নেই,
যত অসংলগ্ন অমানবিক বাক্যে
বীরের বীরত্বে ফেলে ছাই।


যত দাম্ভিকতার দরদ বেশি
সমাজ তারে শ্রদ্ধা করে,
যত সহনশীলেরা শক্তিশেল
সহ্য করে সবংশ মরে।
                 -------  রঞ্জন গিরি।