হুজুর !
বিচারপতি হও যদি প্রানের
              তুমি কেন পক্ষপাত দুষ্ট?
                   একটি প্রাণের দিতে বিচার
                              হাজার প্রাণ করো নষ্ট!


হুজুর!
মানুষ খুনিকে দিয়ে সাজা
               পরেছো  ফুলের মালা,
                  যে ফুল ছিঁড়ে তুষ্টে তোমায়
                                 বিচার কি তাঁর বেলা?


হুজুর!
ভ্রুন হত্যার রায় দিলে তুমি
           হন্তায় জেলে করতে বাস,
               তবে মৃত ভ্রুনের মালায় কেন
                              তুমি নিলে স্বস্তির স্বাস?


হুজুর !
এক শহীদে শ্রদ্ধা জানাতে
               আর এক শহীদ করো!
                  সেই শহীদের বিচার দিতে
                       আইন প্রনয়ন করতে পারো?


হুজুর !
কেউ খুন করে পায়ে মাড়ালে
                   তারে দাও বড়ো সাজা,
                        নিজে কেন ফুল মাড়িয়ে
                                 হতে চাও রাজার রাজা?


হুজুর !
হিংসা আর প্রতিহিংসায়
                 সায় দিচ্ছ তুমি নিজে,
                      পরের বিচার করছো তুমি
                                নিজে নিজেই ভণ্ড সেজে?


হুজুর!
নিজ স্বার্থ চরিতার্থের জন্য
          করছো মাটি দেবতার পূজা,
                      সেই মাটিতে জন্ম হয় যার
                           সেই নিষ্পাপ ফুলে দিয়ে সাজা?
                                         -------- রঞ্জন গিরি।