যে বাসনায় আমায় বেসেছ ভালো
সে স্বপ্ন যে এখন দোলাচলে,
বস্তির মেয়ে তোমার ওই বুধিবালা
থাপ্পড় মারলো তোমার গালে?


মোর ইন্দ্রপুরীতে ইঁদুর পুষেছ
ইমানে করেছ ইনিংস ছাড়া,
দাঁতে কেটে খেয়েছ আঁতের পুষ্টি
দম করে চুরি প্লেগ পীড়া।


বদগুনের বৈভব গায়ে মেখে
ওজন কমে তোমার উত্তমতার,
আবর্জনার স্তুপ আড়াল করে
অবাঞ্ছিত হবেই জন-জনতার।


প্রীতির প্রীতি স্মৃতি মুছবে ফেলে
তোমার পরিচিত যত আপন মুখ,
পাতপেরে খেয়ে পাতে দেবে থুতু
এতে না করবে ওঁরা কোন ভুলচুক।


দুর্লভ দুর্গন্ধ বাতেলা কথা যত
দুর্জনেরা দুর্দান্ত ভাবে বলে,
তুমিও যে হয়েছ তাদেরই মতো
উচ্চারিত আজ আমজনতার গলে।
                  ---------- রঞ্জন গিরি।