হে মহামানব!মহাত্মা....
সর্ব বিশেষণের বিশেষণ আপনার লাগি
অত্যন্ত অতি অগাধ নয়,
আপনি এই ইরার ঈশ্বর ঈশ্বরচন্দ্র
আপনার উৎকর্ষতা উত্তমতার জয়।
আপনি মহাত্মা মানবরূপী মনীষী
উদারতার উৎকৃষ্ট উদাহরণ,
দ্বিধাহীনে দ্বিশতবর্ষ দীপান্বিত জন্মলগ্ন
বিভেদ বিদ্বেষহীনে করে বিচরণ।
বিদ্বান বিরূপাক্ষ আপনি বিদ্যার সাগর
আপনি সাতন্ত্রতায় সব্যসাচী স্ব-মহিমায়,
কর্মপরায়ন আপনি কর্তব্যরত কর্মে
দাম্ভিকতাহীন দয়াসাগর দীনের দারিদ্রতায়।
সৌম্যতায় শৈশব স্মৃতি সন্মুখে বিরাজমান
তব বর্ণিত বর্ণমালা বর্ণময় বাল্যকালে,
প্রথমভাগে পৃথ্বীর পরিচয়ের প্রভাতী প্রত্যয়
দ্বিতীয় ভাগ দ্বিখন্ডিত নয় ঐক্যতালে।
পরিবারের প্রাসন্নতা পবিত্রতায় প্ৰণম‍্য
মহা মূল্যবান আপনার মা হন মহীয়সী,
"তাঁর" এক বাক্য একশ কথার সমান
তিঁনি ছিলেন উদভ্রান্তের উত্তমতার ঊষশী।
বরাভয় বাক্যে নয় আপনি বিবর্তনের বিশ্বাসী।
আপনি সমাজ সংস্কারক সু-চিন্তক,
বৈধব্যে অনন্যা যখন অপূর্ণতায় আত্মঘাতীনি
তব প্রজ্ঞাচক্ষু প্রশংসিত পথ প্রদর্শক।
উপক্রমণিকার ব্যাকরণ বিন্যাস ব্যাবর্তক
আপনি প্রজ্জ্বলিত পানিনি পথ পথিকৃৎ,
আপনি বাংলা ও বাঙালীর বর্ণিত বুদ্ধিচাতুর্য্য
অন্তরে আপনি আমরণ আমাদের অমৃত।
                           --------- রঞ্জন গিরি।